ফিকহুন নিসা

কোর্সের বিস্তারিত :

রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদ্বিয়াল্লাহু আনহাকে বিয়ে করার অন্যতম একটা কারণ ছিল, মেয়েদের ইলম শেখার ক্ষেত্র তৈরি করা। আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহা তা এমনভাবে বাস্তবায়ন করেছিলেন যে, শুধু মেয়েদের নন, তিনি পুরুষদেরও শিক্ষয়িত্রীতে পরিণত হন। তার কাছেই নয় শুধু, তার ছাত্রীদের কাছেও তাবেঈগণ ইলম শিখতে যেতেন। বিখ্যাত মুহাদ্দিস ও ফকীহ্ কাসিম ইবনু মুহাম্মদ রহিমাহুল্লাহ ইমাম যুহরীকে বললেন,

আমি তোমার মধ্যে জ্ঞান পিপাসা লক্ষ্য করছি। আমি কি তোমাকে জ্ঞানে পরিপূর্ণ একটি পাত্র দেখিয়ে দেব না? যুহরী বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, ‘আমরাহ্ বিনতে আব্দুর রহমানের মজলিস কখনো ছেড়ে থেকো না। কারণ, তিনি আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার কোলে লালিত-পালিত। অতএব, তিনি তার জ্ঞানের পূর্ণ উত্তরাধিকারিণী। ইমাম যুহরী বললেন, তার পরামর্শ অনুসারে আমি ‘আমরাহ্ বিনতে আব্দুর রহমানের খিদমতে হাজির হলে জানতে পারলাম, প্রকৃতই তিনি জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার।

উম্মাহাতুল মুমিনিনগণের কাছে ইলম শেখা সালাফ নারীগণ মুসলিম সমাজে বহুমুখী প্রতিভা ও ইলম চর্চার ধারা চালু রেখেছিলেন। ইতিহাস এমন অসংখ্যাত নারীর কথা আমাদের জানায়।

হাফিয ইবনে হাজার আসকালানী রহ. উম্মে সালমা রাদ্বিয়াল্লাহু আনহা সম্পর্কে লিখেছেন, ‘উম্মে সালামা (রা.) পরিপক্ক বুদ্ধি ও সঠিক সিদ্ধান্তের অধিকারিণী ছিলেন।’

উম্মে সালামা রাদ্বিয়াল্লাহু আনহার কন্যা যায়নাব সম্পর্কে ইবনু আব্দিল বার রহিমাহুল্লাহ বলেন, ‘তিনি তার যুগের সর্বাপেক্ষা বড় ফকীহদের অন্যতম ছিলেন।’

আবু রাফে সায়িগ রহিমাহুল্লাহ বলেন, ‘যখনই আমি ফিকহ্ শাস্ত্রে অভিজ্ঞ মদীনার কোনো নারীর কথা স্মরণ করি, তখনই যায়নাব বিনতে আবূ সালামার কথা মনে পড়ে যায়।’

উম্মুল হাসান নামে উম্মে সালামার একজন দাসী ছিলেন। তিনি এতই যোগ্যতার অধিকারিণী ছিলেন যে, মেয়েদের মধ্যে নিয়মিত দ্বীনের প্রচার ও ওয়াজ নসীহত করতেন।

উম্মূল মু’মিনীন সাফিয়্যা রাদ্বিয়াল্লাহু আনহা সম্পর্কে ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন, ‘তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানবতী ও বুদ্ধি বিবেচনার অধিকারিণী নারীদের একজন।’

আবুদ্দারদা রাদ্বিয়াল্লাহু আনহার স্ত্রী উম্মুদ্দারদার জ্ঞান ও মর্যাদা এত উচ্চ পর্যায়ের ছিল যে, ইমাম বুখারী তার আমলকে সহীহ্ বুখারী গ্রন্থে প্রমাণ ও উদাহরণ হিসেবে পেশ করেছেন। তিনি বলেছেন, ‘উম্মুদ্দারদা (রা.) একজন ফকীহ্ নারী ছিলেন। তিনি নামাযে পুরুষের মত করে বসতেন। তার এই আমল দলীল হিসেবে গণ্য।’

এমন আরো অসংখ্য উদাহরণ তারীখে বিদ্যমান। সুতরাং, আমাদের সমাজের বর্তমান চিত্রের একটা হতাশাজনক দিক হলো, ইলমের দিক থেকে এমন একক কোনো নারী চরিত্র না থাকা। অথচ, উচিৎ ছিল নারীরাই নারীদের সমস্যা সমাধানের অন্যতম কেন্দ্র হবে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ বেহেশতী জেওর নামক গ্রন্থে লিখেছেন, ‘এলাকার মুসলিম নারীদেরকে একত্র করে দীনি শিক্ষা দেওয়া একান্ত দরকার।’ শুধু নামায রোযার আহকাম, কুরআন শরীফ তিলাওয়াত ও সামান্য তাসবীহ-তাহলীল জানলেই ইসলামী জ্ঞানার্জন হলো না, বরং ইসলামী আকাইদ, ইবাদত, ব্যবহারিক জীবন ও সামাজিক জীবনের বিধি-বিধানের ‘ইলম অর্জন করা এবং অপর মুসলিমকে শরীয়তের অনুসরণে সংশোধন করা পুরুষ ও নারী উভয়ের জন্যই জরেুরি। দীনের শিক্ষা ছাড়া বিধি-বিধানের সংস্কার সম্ভব নয়।

থানভী রহিমাহুল্লাহর এই দরদকে সামনে রেখেই Ammar’s Online Institution- AOI এর এই ক্ষুদ্র প্রচেষ্টার যাত্রা চারদিন ব্যাপী নারী বিষয়ক কোর্স ফিকহুন নিসার মাধ্যমে। এই কোর্সের চারদিনের চারটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে দারস দেবেন চারজন শিক্ষিকা। কোর্স সম্পর্কিত নানা তথ্য জেনে নিন।

★এই কোর্সটি কেবলমাত্র মেয়েদের জন্য★

 

কোর্সটি থেকে কী শিখবেন?

  • ইসলামে নারীর মর্যাদা ও গুরুত্ব
  • নারীদের নিরাপত্তা ও অধিকার
  • নিকাহ (বিবাহ) ও পরিবার জীবনের বিধি
  • মাহর (বিবাহের প্রাপ্তি) এবং কুদুম (পণ)
  • ঋতুচক্র (মাহে) এবং তাহার (বিশুদ্ধতা)
  • ইসলামে নারীর পর্দা ও শালীনতা
  • নারীর নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব
  • মিরাস (উত্তরাধিকার)
  • নারীর জন্য ইসলামী দোয়া ও আজকার
  • নারীর চরিত্র গঠন
  • এথিক্স এবং নারীর সামাজিক ভূমিকা

কোর্স কন্টেন্ট

ফিকহুন নিসা

  • ইসলামে নারীদের মর্যাদা, অবস্থান ও দায়দায়িত্ব
    37:49
  • ফিকহুল হিজাব
    01:04:40
  • ফিকহুল হায়িযি ওয়ান নিফাস
    57:20
  • পরিবারগঠন ও সন্তান লালন পালন
    39:42
  • Notes
    00:00
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
250.00