সময়কাল তখন ৭১১ খৃষ্টাব্দ। একদিন তায়েফের সতের বছর বয়েসী এক তরুণ ৬০০০ সৈন্যের এক বাহিনী নিয়ে ‘মাক্রান’ নামক অঞ্চলে এসে ডেরা ফেলল। মাকরান হলো পারস্যের একেবারে পূর্বদিকে বর্তমান সিন্ধু এবং বেলুচিস্তানের দক্ষিণের একটা এলাকা। তাকে পাঠিয়েছে উমাইয়ারা। তাদের লক্ষ্য, ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল জয় করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্টা করা। এই অঞ্চলকে বলা হতো সিন্ধু। সিন্ধু’ হচ্ছে বর্তমান পাকিস্তানের সিন্ধু নদের তীরবর্তী এলাকা। সিন্ধু থেকে হিন্দু। হিন্দু থেকে হিন্দুস্তান। যে যুবক অসীম সাহস বুকে নিয়ে কোমরে তলোয়ার গুঁজে মুখে কালিমা জপে এই অঞ্চলে মুসলমানদের ঘোড়ার খুরের দাপটে আকাশ বাতাস ধুলি ধুসরিত করতে এসেছে, তার নাম মুহাম্মদ বিন কাসিম।
হিন্দুস্তানে আসার পথে তাকে তেমন বাধার সম্মুখীন হতে হয়নি। সিন্ধু নদের তীরবর্তী কিছু শহর যুদ্ধ ছাড়াই জয় হয়ে গেল। জনগণ তাদের রাজা দাহিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দলে দলে এসে ভিড়ল মুহাম্মাদী কাফিলায়। তারপর ৭১২ খ্রিস্টাব্দে রাজা দাহিরের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। মুহাম্মদ বিন কাসিম মুসলিম মানচিত্রে তলোয়ারের খোঁচায় আঁকলেন নতুন দাগ। এরপর আর পেছনে ফিরতে হয়নি। সিন্ধুর অববাহিকায় নতুন স্রোত যুক্ত হলো। কিন্তু কীভাবে?
আমাদের ইতিহাসের অন্যান্য শাখা নিয়ে কমবেশি আলোচনা হয়। কিন্তু উপমহাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস নানান প্রোপাগান্ডায় পড়ে সবসময় আড়ালেই থাকে। ইতিহাসের আলোচনার উপেক্ষিত সোনালী অংশটুকু তুলে ধরতেই আমাদের নতুন সিরিজ ইতিহাস কোর্স ০১। এই সিরিজের প্রথম প্রয়াস- উপমহাদেশের ইতিহাস: সিজন ০১।
মোট পাঁচ সিজনে আমরা উপমহাদেশের ইতিহাস শেষ করব। প্রতি সিজনে থাকবে পাঁচটি করে ক্লাস। প্রথম সিজনের শিরোনাম: সুলতানি আমল।
এই কোর্সে ইন্সট্রাক্টর থাকছেন আমাদের সকলের পরিচিত মুখ, সুলেখক, ইতিহাসকথক ইমরান রাইহান।
দেখুন বিস্তারিত:
ইতিহাস কোর্স ০১
উপমহাদেশের ইতিহাস: সিজন ০১
সুলতানি আমল
ইন্সট্রাক্টর: ইমরান রাইহান
কোর্স মডিউল:
১. ভারতবর্ষে মুসলমানদের আগমন (সিন্ধু জয়, আঞ্চলিক শাসন, মাহমুদ গজনবী ও শিহাবুদ্দিন ঘুরির অভিযান)
২. ভারতবর্ষে সুলতানি শাসন (মামলুক, খিলজি)
৩. ভারতবর্ষে সুলতানি শাসন (তুঘলক,সাইয়েদ, লোদি)
৪. সুলতানি আমলের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস পর্ব ১
৫. সুলতানি আমলের সামাজিক সাংস্কৃতিক ইতিহাস পর্ব ২
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত