তাবলীগে গেলে এমনসব লোকের দেখা মেলে, যাদের ভ্রু পর্যন্ত পেকে সাদা হয়ে গেছে, নামাজ রোযা ধরেছে কিন্তু আদৌ শুদ্ধ হচ্ছে কী না জানে না। নামায তাও সারাবছর পড়তে হয় বলে এর ওর কাছ থেকে জেনে নেয়ার সুযোগ থাকে কিন্তু রোযার ব্যাপারে বলতে গেলে কিছুই জানে না। রোযা রেখেও দিব্যি এমনসব কাজ করেই যাচ্ছে, যার কারণে তার রোযা ভেঙে কাফফারা সহ ওয়াজিব হয়ে যাচ্ছে। এবং এই সমস্যা শুধু তাদের নয় বরং এমনসব শিক্ষিত সমাজেও বিদ্যমান যারা পার্থিব জ্ঞানের দৌঁড়ে এগিয়ে গেলেও দ্বীনি ইলমে শিশুর চেয়েও কম। এমতাবস্থায় করণীয় কী?
রমাদ্বান মাস কি শুধুই রোযা রাখার মাস? যদিও বা তা হয়, তবে কেনই বা আল্লাহ তায়ালা শুধু এই একমাস রোযা রাখতে বললেন? হিকমাহ টা কী? আচ্ছা রমাদ্বান মাসে রোযা রাখলেই কি হয়ে যাবে? এই মহান মাহাত্ম্যযুক্ত মাসকে আমরা কীভাবে কাটাব তার ব্যাপারেও ইসলাম আমাদেরকে দিয়েছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।
যাকাত সমাজের গুটিকয়েক আল্লাহর বান্দা দেয়। রমাদ্বান মাসেই দেয়। যারা দেয় তারাও পড়ে বিপত্তির মুখে। যাকাতের নিসাব, সম্পদ এসব হিসেব করতে না পারার দরূন যাকাত দিতে গিয়েও অনেকের গোলমাল লাগে। অথচ ইসলাম ঈমান ও নামাজের পর অর্থব্যবস্থাকে বিশাল গুরুত্ব দিয়েছে। আর সেই ব্যবস্থার অন্যতম ভিত্তিই হলো যাকাত। তাই যাকাতের মাসআলা মাসায়িল জানাও জরুরী।
ইসলাম কোনো সন্যাসবাদের ধর্ম নয়। ইসলাম এক সুশৃঙ্খল ব্যবস্থাপনার ধর্ম। তাই এই ধর্মের প্রতিটি হুকুম পালনেরও রয়েছে বিবিধ কার্যাবলী। তারমধ্যে বছর ঘুরে আসা একবারের ইবাদত রোযা ও যাকাতের কথা বলাই বাহুল্য। এসব বিষয় মাথায় রেখেই এবার এনেছে রোযা ও যাকাত বিষয়ক কোর্স। এই কোর্সে পাঁচটি সেশনে আমরা শেখাব এই দুটি গুরুত্বপূর্ণ ইবাদত সংশ্লিষ্ট বিবিধ মাসআলা মাসায়িল। তিনজন উস্তাদের তত্ত্বাবধানে আমাদের এই কোর্সটি হয়ে ওঠবে অনবদ্য ইনশা আল্লাহ। আসুন এই কোর্সে অংশগ্রহণ করে আমরা আমাদের রমাদ্বান মাসকে করে তুলি সোনায় সোহাগা।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত