উপমহাদেশের ইতিহাসে ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোন থেকে বালাকোট আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মুঘল সাম্রাজ্যের পতনকালে সাইয়েদ আহমাদ শহিদ, ইসমাইল শহিদ প্রমুখ এই আন্দোলন গড়ে তোলেন। তাদের সমর্থন দেন খানদানে ওলিউল্লাহর সদস্যরা। দাবানলের মত এ আন্দোলন ছড়িয়ে পড়ে উত্তর ভারত থেকে চট্টগ্রাম। বালোকোট যুদ্ধের পরেও নিভে যায়নি এ আগুন। সাদেকপুরি পরিবারের সদস্যরা স্ফুলিংগ থেকে জন্ম দেন দাবানলের৷ পরের ইতিহাস আত্মত্যাগ ও কুরবানির এক অনন্য ইতিহাস। ভারতীয় মুসলমানদের রাজনৈতিক সক্রিয়তার ইতিহাস৷ এই আন্দোলন শুধু রাজনীতিকেই প্রভাবিত করেনি বরং ধর্মীয় সমাজেও আলোড়ন সৃষ্টি করে। জন্ম দেয় নতুন কিছু বিতর্ক৷ আন্দোলনের ভেতর থেকে জন্ম নেন মুমিন খা মুমিনের মত কবি যাদের হাত ধরে উর্দু ভাষা ও সাহিত্য সমৃদ্ধির পথে এগিয়ে যায়।
ইতিহাসের সেই রোমাঞ্চকর বিবরণ নিয়ে আমাদের ‘ইতিহাস কোর্স ০১ এর উপমহাদেশের ইতিহাস এর চতুর্থ সিজনে’ এবারের আয়োজন – বালাকোট আন্দোলন।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত