পরিচিতি

আমাদের পরিচিতি

ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত। আর সে জন্যই ইসলামি জ্ঞানচর্চার আবশ্যকতা বুঝিয়ে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

 

ইলমে-দীন চর্চা ও মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অংশ আরবি ভাষা। কিছুটা দীন চর্চার তাগিদে আর কিছুটা দুনিয়ার প্রয়োজনে ক্রমেই আরবি ভাষা শেখার প্রসার বাড়ছে। কারণ বিশ্বের সকল ভাষার মধ্যে বর্তমানে আরবির স্থান ৬ষ্ঠ আর বিশ্বের প্রায় ৪৫ কোটি লোক এই ভাষায় কথা বলে।
আবার কুরআন-হাদীসের ভাষা বোঝার পাশাপাশি শুদ্ধভাবে কুরআন পাঠ করতে হলে আরবি অক্ষরসমূহের যথাযথ উচ্চারণও জানা থাকা জরুরি। কিন্তু শেখার প্রচন্ড আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই ব্যস্ততা কাটিয়ে সময়-সুযোগ করে উঠতে পারেন না। হাতের কাছে সাজানো গোছানো কোর্স না পেয়ে জ্ঞান-পিপাসা তাদের অনিবারিতই থেকে যায়। আরবী ভাষা শেখার মাধ্যমে খুলে যায় বুনিয়াদী ইলমের অবারিত ধার। আবার অনেকের আরবী শেখার ফুরসত মেলে না। তাই তাদের জন্য প্রয়োজন দ্বীনের বেসিক বিষয়ের ক্র্যাশ সিলেবাস।

 

এই সব কিছু মাথায় রেখেই, গতানুগতিক ধারা থেকে বের হয়ে আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন নিয়ে এসেছে অনেকগুলো কোর্স। যেখানে ঘরে বসেই শেখা যাবেঃ—
◑ তাজভীদুল কুরআন
(এক বছর মেয়াদী)
◑ ইলমুত তাফসীর
(সূরা ভিত্তিক)
◑ আরবী ভাষা ও সাহিত্য
(দুই বছর মেয়াদী)
◑ Arabic Language and literature
(English version)

 

আরো থাকছে,

★বিষয়ভিত্তিক সীরাত
★নারীদের জন্য নারীদের প্রয়োজনীয় মাসায়িল সম্বলিত কোর্স- ফিকহুন নিসা
★বিয়ে ও তালাক বিষয়ক কোর্স
★আকীদা ও মতবাদ

 

কোর্সগুলো যাদের জন্যঃ—

◑ যারা ব্যাসিক থেকে সহীহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে চান
◑ যারা শব্দ-বাক্য বিশ্লেষণসহ কুরআনের তাফসীর ও সমকালীন সমস্যার সমাধান সম্পর্কে জানতে আগ্রহী
◑ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা গতানুগতিক নিয়মের বাইরে সহজভাবে আরবি ভাষা শেখার প্রতি আগ্রহী
◑ বাংলার পরিবর্তে যারা ইংরেজি মাধ্যমে আরবি ভাষা শিখতে আগ্রহী। যারা ইংলিশ মিডিয়াম পড়ুয়া তাদের স্বার্থে এই অনন্য আয়োজন আমাদের।

আরো যারা দ্বীন ও দুনিয়া সংশ্লিষ্ট বিষয়ে শরীয়তের মৌলিক বয়ান জানতে চান তাদের জন্যই এই প্রতিষ্টান। শুধু শারঈ কোর্সেই সীমাবদ্ধ থাকছে না এই ইনস্টিটিউশনের কার্যক্রম। এখানে আরো আছে মতবাদ, আধুনিক চিন্তাধারাভিত্তিক ওয়ার্কশপ।

 

ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী আম্মার’স অনলাইন ইন্সটিটিউশনে Ammar’s Online Institution – AOI তে সবাইকে স্বাগতম!

আমাদের বৈশিষ্ট্য

আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন সর্বদা শিক্ষার্থীদের পড়াশোনা ও মানোন্নয়নের জন্যে সচেষ্ট। তাই আমরা অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখি। তা হলো- 

আমাদের উদ্দেশ্য

কুরআনের প্রতি মানুষদের আগ্রহী করে তোলা
সবার কাছে দ্বীনের প্রয়োজনীয় ইলম পৌঁছে দেওয়া
আরবীভাষার চর্চাকে ব্যাপক ও সহজতর করা
ইসলামের দাওয়াত ও এর প্রচার-প্রসার ঘটানো

একাডেমির পরিচালক ও প্রতিষ্ঠাতার পরিচিতি

আম্মারুল হক

প্রতিষ্ঠাতা পরিচালক ও উস্তাদ
মাওলানা আম্মারুল হক
 
হাফিজ, আলিম, লেখক ও অনুবাদক
 
আম্মারুল হক। জন্মগ্রহণ করেছেন ১৯৯৯ সালের ৫ই মে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানায়। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সম্পন্ন করেছেন কুরআনুল কারীমের হিফজ। এরপর কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রী তাকমিল সম্পন্ন করেছেন চট্টগ্রামের বিখ্যাত প্রতিষ্টান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটাহাজারী মাদ্রাসায়।
 
মাদরাসায় পড়াশোনার পাশাপাশি পড়েছেন জেনারেল ধারায়ও। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে  বর্তমানে মাস্টার্স এ অধ্যয়নরত আছেন।
 
পাশাপাশি বিভিন্ন বিষয়ে করে চলেছেন রচনা। প্রতিষ্ঠা করেছেন অনলাইন প্রতিষ্ঠান Ammar’s Online Institution – AOI
 
স্বপ্ন দেখেন বহুদূর ছড়িয়ে যাওয়ার ও ছড়িয়ে দেয়ার…