একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হলো ইসলাম

video overlay Ammar's Online Institution

নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দ্বীন একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশতঃ যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরী করে তাদের জানা উচিত যে, নিশ্চিতরূপে আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণকারী ।
(সুরা আলে ইমরান ৩:১৯)

শিক্ষনীয়: দুনিয়াতে ও আখেরাতে সুন্দর ও সফল জীবন ব্যবস্থা হলো ইসলাম । যে কেউ ইসলামকে সঠিক মনে না করে অন্য কোন ব্যবস্থাকে সঠিক বা ভাল অথবা যুগোপযোগী বলে মনে করে ও সে অনুযায়ী কাজ করে, তাহলে ইসলাম থেকে তাকে বহিস্কার ও দুনিয়া-আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্থ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *